স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরার সদ্য বিদায়ী এবং শরিয়তপুর সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান বলেছেন, সাতক্ষীরার কথা আমার আজীবন মনে থাকবে, সাতক্ষীরার জনসাধারনের আন্তরিকতা, ভালবাসা, আমার মনন, মানসিকতায় জাগ্রত থাকবে। সাতক্ষীরায় তিন বছর সতের দিন কর্মরত থাকাবস্থায় সাতক্ষীরার প্রতি যে ভালবাসা জন্ম নিয়েছে, সাতক্ষীরার মাটি মানুষকে অতি আপনজন হিসেবে হৃদয়ে ধারন করেছি। সাতক্ষীরার জনগন আমার আত্মার আত্মীয় আর তাই গভীর ভাবে বিশ্বাস করি সাতক্ষীরা আমার দ্বিতীয় আবাস ভূমি। দৃষ্টিপাত পরিবার গতকাল দেশের আলোকিত বিচারক কবি শেখ মফিজুর রহমানের সাথে বিদায় সাক্ষাত কালে তিনি সাতক্ষীরাকে নিয়ে উপরোক্ত কথা বলেন। সাতক্ষীরার মানুষের কাছে তিনি কেবল নির্ভিক, মানবিক ও ন্যায় বিচারক হিসেবে যেমন শ্রদ্ধার আসনে ছিলেন অনুরূপ ভাবে সংস্কারে, সাহিত্যে অনবদ্য ভূমিকা পালন করেছেন, মানবিক জজ খ্যাত নির্ভিক বিচারক কবি শেখ মফিজুর রহমানের সাথে বিদায়ী সাক্ষাতকালে তিনি সাংবাদিকদের মাধ্যমে জানান ভাল থাকুক সাতক্ষীরা, ভাল থাকবেন সাতক্ষীরার জনসাধারন, শিল্প, সাহিত্যে উন্নয়নের শীর্ষে পৌছাবে। যেখানে যে অবস্থাতেই থাকি না কেন সাতক্ষীরার কথা চিরজাগ্রত থাকবে। দৃষ্টিপাত সম্পাদক বলেন যুগে যুগে এমন মানবিক, সৃষ্টিশীল মানুষের উপস্থিতি ঘটে যারা শুধুমাত্র মানবতার জন্য, মানুষের জন্য, সর্বোপরি দেশ এবং জাতির জন্য কাজ করেন, সাতক্ষীরার প্রাক্তন সিনিয়র জেলা ও দায়রা জজ তেমনই এক মানবিক, অতি মানবিক, সৃষ্টিশীল মানবসন্তান।