নগরঘাটা প্রতিনিধিঃ ৯ই মে সোমবার বিকাল সাড়ে ৫টার সময় আ’লীগ অফিসের সামনে শান্তি প্রতিষ্ঠার জন্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় রাকিব অটো রাইচ মিলের স্বত্তাধিকারী ইবাদুল ইসলাম বলেন, পূর্বের মানবন্ধনে আমি যে বক্তব্য দিয়েছি সেটা প্রত্যাহার করলাম। এঘটনায় আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। নগরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান লিপু তার বক্তব্যে বলেন, আমাদের নিজেদের ভুল বোঝাবুজির কারণে অনাকাঙ্খিত একটি ঘটনা ঘটছে। তার জন্য আমরা সবাই অনুতপ্ত। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা খন্দকার শাহাদাত হোসেন, মিজানুর রহমান মিজান, ওয়ার্ড সদস্য মোঃ মফিজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য করিম বিশ্বাস, বাবলুর রহমান, গফুর, সরোয়ার, ফারুক, শিবপদ বিশ্বাস, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নাঈম পারভেজসহ আ’লীগের সকল নেতৃবৃন্দ। উলেখ্য গত ২ মে সংগ্রাম অটো রাইচ মিলের ম্যানেজার ও শ্রমিকদের মধ্যে হামলা সংক্রান্ত বিষয়ে মানববনধন অনুষ্ঠিত হয়।