শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৫ অপরাহ্ন

সাতক্ষীরা আহছানিয়া মিশনের নির্বাচন না হওয়ায় সদস্যদের মধ্যে ক্ষোভ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১১ মে, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা আহছানিয়া মিশনের বিধি মোতাবেক নির্বাচনের দাবিতে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন মিশনের সদস্যবৃন্দ। খোজ খবর নিয়ে জানাগেছে শাহাসুফি পীর কেবলা হযরত খান বাহাদুর আহছানউল­াহ রহমত (আঃ) কর্তৃক প্রতিষ্ঠিত সাতক্ষীরা আহছানিয়া মিশনের বর্তমান কার্যনির্বাহী কমিটি গত ৩রা জুন ২০২০ হতে ২ বছর মেয়াদী দায়িত্বভার গ্রহন করে। প্রতিষ্ঠানের গঠনতন্ত্রের ১২নং অনুচ্ছেদে ২নং কলামে নির্বাচনের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠন ও সংশোধিত গঠনতন্ত্রে ১২ (২) কলামে প্রথাগত ভাবে প্রচলিত নিয়মে নির্বাচন কমিশনারের মাধ্যমে নির্বাচনের কথা বলা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, সাতক্ষীরা আহছানিয়া মিশনটি মূলত ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে ব্যবহার হওয়ার কথা কিন্তু সেটি এখন ব্যবসায়ী প্রতিষ্ঠানে পরিনত করা হয়েছে। সেখানে গড়ে তোলা হয়েছে ব্যাংক, দোকান পাট, প্রেস ঘর, স্টোর রুম সহ আরোও ব্যবসায়িক প্রতিষ্ঠান। মিশনের সদস্য সহ সাধারন মুসল­ীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। মিশনের সার্বিক বিষয় নিয়ে ২০২২-২৩ সালের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে বিধি মোতাবেক নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন করার জন্য জেলা প্রশাসক ও সাতক্ষীরা মিশনের সভাপতি বরাবর গত ইং ৭ই মার্চ ২০২০ তারিখে সদস্যরা আবেদন করেন। কিন্তু মহামারী করোনার অজুহাত দেখিয়ে ব্যক্তি বিশেষের হস্তক্ষেপ প্রভাবিত হয়ে সম্পূর্ণ গঠনতন্ত্র বহিভূত ভাবে সদস্যদের মতামত উপেক্ষা করে ২০২০-২১ সালের জন্য ২ বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। আহছানিয়া মিশন ধর্মীয় কাজের জন্য প্রতিষ্ঠিত। মিশনে পূর্বের ন্যায় ধর্মীয় কার্যক্রম এবং গঠনতন্ত্র মোতাবেক মিশন পরিচালনার লক্ষ্যে বিধি মোতাবেক নির্বাচন কমিশন গঠন ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসক ও সাতক্ষীরা মিশনের সভাপতির জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন মিশনের সদস্য ও সাধারন মুসুল­ীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com