বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে বোরো ধান কাটা ও মাড়াইয়ের ধুম পড়েছে। ধান কাটা মাড়াই এবং গলায় তোলার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিষ্ণুপুরের কৃষক-কৃষাণীরা। এদিকে বিষ্ণুপুরের চাঁচাই, পারুলগাছা, হোগলা, শ্রীধরকাটি, বেজুয়া ফরিদপুর, সহ বিভিন্ন বিলে কদিন আগেই ছিল সবুজের সমাহার, এখন সেই সবুজে লেগেছে সোনালী রং মাঠের দিকে তাকাতেই খুশির উজ্জল সোনালী হাসিতে ভরে উঠেছে কৃষক ও কৃষাণীর মন। তার পরেও সবকিছুর মালিক আলাহর উপর ভরসা করে মনের দৃঢ় আশা নিয়ে ধান ঘরে তোলার জন্য ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। পুরোদমে বোরো ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু হয়েছে, এ কাজে মোটামুটি শিশু থেকে শুরু করে পরিবারের সকলেই সহযোগিতা করছেন ধান ঘরে তোলার জন্য। গত সপ্তাহে বোরো ধান কাটার আগে আবহাওয়া অনুকূলে থাকায় এবং সঠিক পরিচর্যায় বোরো ধানের আবাদ খুব ভালো এবং বিঘা প্রতি ১৫ থেকে ২০ মণ ফলন হয়েছে। চাঁচাই গ্রামের কৃষক সুরত আলী বলেন এবার তিনি ৫ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছেন তবে ঘরে তুলতে পারলেই তার কষ্টটা নিবারণ হবে। বেজুয়া গ্রামের আবু মূসা বলেন এবার অন্য বছরের তুলনায় ফলন অনেক বেশি হয়েছে, দাম অন্য বছরের তুলনায় ভালো আছে। এদিকে বিষ্ণুপুর উপসহকারী কৃষি অফিসার মফিজুর রহমান বলেন, ফরিদপুর ব্লগে ৩৫০ হেক্টর জমিতে বেশিরভাগ উপজেলা কৃষি অফিস থেকে বিভিন্ন বীজ ব্রি -৮১, ব্রি ৬৭, ব্রি- ৯৯, বোরো মৌসুমে ধানের ফলন অনেক ভালো হয়েছে, তবে গত দুই দিনে আবহাওয়া অনুকূলে না থাকায় গুড়িগুড়ি বর্ষার কারণে কৃষকরা ধান মাড়াইয়ের কাজ পিছিয়ে পড়েছেন।