বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের পুইজালায় সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার এ কাজের শুভ উদ্বোধন করা হয়। সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপির বরাদ্দকৃত (টি আর) অর্থ দিয়ে সংস্কার কাজ করা হচ্ছে। পুইজালা খেয়াঘাট থেকে অধ্যাপক ডাঃ রবিন এর বাড়ির সামনে দিয়ে পুইজালা মন্দির পর্যন্ত (স্বর্গীয় কার্তিক বাছাড় এর বাড়ির দক্ষিণ সীমানা পর্যন্ত) রাস্তার সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দিপু। এসময় যুবলীগ, ছাত্রলীগ ও ইউনিয়ন কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।