শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ পূর্বাহ্ন

নলতা-তারালী সড়টির বেহাল দশা \ ভোগান্তি চরমে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

মোঃ রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতার মানিকতলা থেকে তারালী সড়কটির বেহাল দশায় পরিনত হয়েছে। ব্যস্ততম এই সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। নলতার সাথে পাইকাড়া, কাশিবাটি, তারালী, উজিরপুর, চম্পাফুল, আশাশুনির বড়দল, বুধহাটা ও শ্রীউলার হাজার হাজার মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে নলতার হাট বাজার, হাসপাতাল, ক্লিনিক ও নলতা শরীফে পীর কেবলার পাক রওজা শরীফ জিয়ারতে করতে আসে। এছাড়াও নলতায় কয়েকটি স্কুল ও একটি কলেজ হওয়ায় এলাকার কোমলমতি ছাত্র-ছাত্রীদের অনেক ঝুঁকি নিয়েই এই সড়কে চলা চল করতে হচ্ছে। সড়কটির যে সকল জায়গায় গর্ত সৃষ্টি হয়েছে প্রতিনিয়ত সেখানে ছোটখাট দুর্ঘটনাও ঘটছে। সড়কটি দ্রুত সংস্কার করা না হলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সরেজমিন গিয়ে দেখা গেছে রাস্তাটির কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় খানাখন্দে পরিণত হয়েছে। ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি ও মোটরসাইকেল আরোহীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটিতে পানি জমে যায়। রাস্তার বেহাল দশার কারণে আরো বেশি বিপাকে রয়েছেন ব্যবসায়ীরা। কৃষি জমি থেকে উৎপাদিত ফসল পরিবহনে বেশি টাকা গাড়ী ভাড়া দিতে হয়। এতে করে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এ ছাড়া যানবাহন চলাচল করার সময় সমস্যায় পরতে হয় চালকদের। তাই এই দূর্ভোগের হাত থেকে রেহাই পেতে ভূক্তভোগি মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com