এফএনএস: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি আর শনাক্ত হয়েছেন ৫১ জন। এ নিয়ে টানা ২১ দিন করোনায় কেউ মারা যায়নি। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ১২৭ জন এবং শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৯৩৯ জন। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৮৯ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ২৯১ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৮ হাজার ৬০৩ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৬৯৭টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৭৩৬টি। এখন পর্যন্ত এক কোটি ৪০ লাখ ৩৬ হাজার ৯৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৮৯ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৯১ শতাংশ শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।