বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার উন্নয়ন কর্মসূচী (এডিপি) এবং উন্নয়ন তহবিলের ই-টেন্ডার লটারীর উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে ২০২১-২২ অর্থ বছরে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) এবং উন্নয়ন তহবিলের ১৫টি প্যাকেজের মোট ৮৮,১৫,০০০/= টাকার ই-টেন্ডার লটারী সভাপতি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, উপজেলা প্রকৌশলী এস এম সাঈদুজ্জামান সোহাগ, উপ সহকারী প্রকৌশলীসহ মোঃ শহিদুল ইসলাম, শ্যামনগর ঠিকাদার কল্যান সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ ঠিকাদার ও সাংবাদিকবৃন্দ।