বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বর্তমান সরকারের সফলতা ও আগামী নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মে বিকাল ৫টায় চৌমুহনী আ’লীগ কার্যালয়ে এক মত বিনিময় সভায় ইউনিয়ন আ’লীগের সভাপতি নরুল হক সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এসএম জগলুল হায়দার এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ’লীগের সাঃ সম্পাদক নিরঞ্জন কুমার পাল, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম ঢালী, বীর মুক্তিযোদ্ধা ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শেখ আবদুর রশিদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল বাশার মোড়ল, মনোরঞ্জন বিশ্বাস, মুকুল রায়, শামসুদ্দিন, আব্দুর রফিক, আশেক ইকবাল পাপ্পি, বাবলু সরদার, মোশারফ হোসেন, সহ আ’লীগ ও যুবলীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।