দেবহাটা অফিস \ সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেছেন আজকের শিক্ষার্থীরা আগামী দিনের বাংলাদেশ। আর তাই শিক্ষিত, সুস্থ, স্বাবলম্বী জাতি গঠনে প্রাথমিকের শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি গতকাল দেবহাটার পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন কালে শিক্ষকদের সাথে মত বিনিময় কালে উপরোক্ত কথা বলেন, প্রাথমিকের বাতিঘর খ্যাত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রতিশ্রেনি কক্ষে যেয়ে শিক্ষার্থীদের পাঠ দান করেন। শিক্ষার্থীদের বিষয় ভিত্তিক পাঠদানের পাশাপাশি সত্যবাদিতা, নীতি, নৈতিকতা, বড়দের সম্মান, নিয়মিত দাত মাজন, নোখ কাটা, শিক্ষকদের অনুগত থাকার শিক্ষা দেন। তিনি পাঠদান শেষে বিদ্যালয়ের নব নির্মিত কুলবাগান পরিদর্শন করেন। বিদ্যালয়ের পড়ালেখার মাত্রা সহ সার্বিক পরিবেশে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুনীর আহমদ। এর পূর্বে তিনি বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত হলে স্বাগত জানান ম্যানেজিং কমিটির সভাপতি আবু তালেব মোল্যা, প্রধান শিক্ষক মোঃ জিয়াদ আলী সহ অপরাপর সদস্য ও শিক্ষকগন।