স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ঘাস কাটা মেশিনে হাত হারালো কোমলমতি এক শিশু। আহত সদর উপজেলার বালিথা সিরাজুল ইসলামের পুত্র আরাফাত হোসেন সাকিব (১১)। বালিথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থী। জানাগেছে, গতকাল দুপুর শিুশু সাকিব নিজ বাড়িতে ঘাস কাটা মেশিনে গরুর খাবার প্রস্তুত করছিল। এক পর্যায়ে মেশিনের মধ্যে ঘাস হাত দিয়ে ঠেলে দিতে যাওয়ায় অসাবধানতা বশত তার হাত মেশিনে আটকে যায়। এতে তার আঙ্গুল ও হাতের একাংশ কেটে ছিন্ন ভিন্ন হয়ে যায়। তার ডাকচিংকারে মা ছুটে এসে সুইচ বন্ধ করে দেন। পরে আত্মীয় সহ প্রতিবেশীরা তার মেশিন থেকে হাত বের করার জন্য দীর্ঘ আড়ায় ঘন্টা চেষ্টা চালায়। ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিস কে খবর দিলে ফায়ার সার্ভিসের দল কলাকৌশলের মাধ্যমে তাকে উদ্ধার করে। বর্তমানে ছেলেটি সাতক্ষীরা ট্রমা সেন্টারে ডা: হাফিজুলার তত্ত¡াবধানে চিকিৎসাধীন রয়েছে।