স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় জমিজমা বিরোধের জের ধরে উভয় পক্ষের গুরুত্বর জখম পঁাঁচ আহত আরও তিনজন। ঘটনাটি গতকাল সকাল নয়টায় সদর উপজেলার খানপুর এলাকায় ঘটে। গুরুতর জখম খানপুর গ্রামের দরবেশ আলীর পুত্র আখের আলী তার দুই পুত্র মেহেদী হাসান ও ইকবাল হোসেন। একই এলাকার সমিরউদ্দিনের পুত্র মাছুদুর জামান ও মারুফুর জামান। নূর সামাদের পুত্র আবু সাঈদ ও জাহিদুল। এবং গোলাম মোস্তফার স্ত্রী রমনী। সদর হাসপাতালে চিকিৎসাধীন আখের আলী জানান, তিনি এসএ রেকর্ডীয় মালিকের কাছ থেকে জমি ক্রয় করে দীর্ঘদিন শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছেন। স্থানীয় মারুফ ও আবু সাঈদ গং বর্তমানে একটি কাগজ তৈরী করে জোর পূর্বক জমি দখলের চেষ্টা করে। বাঁধা দিতে গেলেও আমাদেরকে কুপিয়ে জখম করে। জমিটি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। তারপরেও তারা জোর করে জমিতে প্রবেশ করে রক্তপাত ঘটিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সদর হাসপাতালে চিকিৎসাধীন মারুফ ও আবু সাঈদ গংয়ের কাছে জানতে চাইলে তারা জানান কওছার আলী ও মহিউদ্দীনের কাছ থেকে তার জমি ক্রয় করেছেন। তাদের পক্ষে সকল কাগজপত্র প্রস্তুত রয়েছে। সকালে জমিতে ভেড়ী দিতে গেলে আখের গং বাধা প্রদান করে। এসময় উভয় পক্ষের মধ্যে মারামারি বাঁধলে তারা জখম হয়। এ বিষয়ে সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উভয় পক্ষের পৃথক দুটি অভিযোগ দিয়েছেন। তদন্ত চলছে বিধি অনুযায়ী মামলা হবে।