স্টাফ রিপোর্টার ঃ জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সম্মাননা অর্থ সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বন্টন করতে চান সাতক্ষীরার কৃতি সন্তান সাবেক ফিফা রেফারি ও সদস্য জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত মোঃ তৈয়েব হাসান বাবু। তিনি দৃষ্টিপাতকে জানান, সরকার কর্তৃক প্রদত্ত সম্মাননার অর্থ আমি নিজে কাজে ব্যবহার করব না। এই অর্থ সাতক্ষীরার উপকুলীয় অঞ্চল আশাশুনি ও শ্যামনগরের ক্ষতিগ্রস্থ এলাকার সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বন্টন করতে চান। জাতীয় পুরস্কার পেয়েছেন দেশের ৮৫ জন ক্রীড়া বিদ। তাদের থেকে আমি একটু আলাদা পরিকল্পনা করিয়াছি। তিনি নিজেকে আত্ম মানবতার সেবায় নিয়োজিত রাখতে চান। যে কারনে পুরস্কার প্রাপ্ত এক লক্ষ টাকা সুবিধা বঞ্চিত শিশুদের জন্য নির্ধারন করেছেন। স্থানীয়রা জানান জাতীয় পুরস্কারের অর্থ অতীতে কেউ এমন ভাবে দান করেছেন আমাদের জানা নেই। তৈয়েব হাসান বাবু সত্যিকার একজন মানবিক মানুষ। তার মাধ্যমে বেচে থাকুক মানব সেবা ও মানবিকতা। তার মত অন্যান্য ক্রীড়াবিদদের মানবসেবায় এগিয়ে আসার আহবান জানান। উলেখ্য গত ১১ই মে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপির হাত থেকে এই জাতীয় ক্রীড়া পুরস্কার গ্রহন করেন।