শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন

উচ্চমূল্যের মধ্যে তেলের উৎপাদন বাড়াচ্ছে ইরান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৬ মে, ২০২২

এফএনএস বিদেশ : আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে অপরিশোধিত তেলের উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে ইরান। আন্তর্জাতিক বাজারে গতকাল রোববার প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১১ ডলারে। মার্কিন নিষেধাজ্ঞা সত্তে¡ও আন্তর্জাতিক বাজারে তেলের উচ্চমূল্যের সুযোগ নেয়ার চেষ্টা করছে ইরান। এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ইরানি তেলের আলাদা বাজার ও চাহিদা সৃষ্টি হয়েছে। স¤প্রতি ইরানে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক তেল-গ্যাস রিফাইনিং অ্যান্ড পেট্রোকেমিক্যাল এক্সিবিশন। এই প্রদর্শনীর সময় ইরানের ১ হাজার ২০০ এবং আন্তর্জাতিক অঙ্গনের ৪৪টি কোম্পানি দেশের তেল খাতের অফস্ট্রিম, মিডস্ট্রিম ও ডাউনস্ট্রিমে যুক্ত হয়েছে। এতেই ইরানের তেল উৎপাদন সক্ষমতা অনেকখানি বেড়ে গেছে। ইরানের তেল ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতি ও প্রযুক্তির বেশিরভাগই আমেরিকা এবং চীন থেকে আমদানি করতে হতো। কিন্তু নিষেধাজ্ঞার ফলে এ সমস্ত যন্ত্রপাতি আমদানি তেহরানের জন্য অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় ইরান নিজেই প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরির ব্যবস্থা করেছে। ইরানের তেল উত্তোলন বা উৎপাদনের ক্ষেত্রে যে সমস্ত সমস্যা ছিল তার প্রায় পুরোটাই দূর হয়েছে। এর ফলে তেলের উৎপাদন বাড়াতে ইরানের সামনে আর কোনো বাধা নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com