শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন

তীব্র তাপপ্রবাহের কারণে ভারতে কমলা সতর্কতা জারি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৬ মে, ২০২২

এফএনএস বিদেশ : তীব্র তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। গত শুক্রবার দিলি­র নজফগড়ের তাপমাত্রা উঠেছিলো ৪৬.১ ডিগ্রি সেলসিয়াসে। আশঙ্কা করা হচ্ছে আপাতত গড় তাপমাত্রা ৪৪ ডিগ্রির আশেপাশেই থাকবে। চলতি বছরের মার্চ থেকে তীব্র তাপপ্রবাহ চলছে দিলি­তে। মার্চে একটি তাপপ্রবাহের পর এপ্রিলে আসে তিনটি তাপপ্রবাহ। কিছুদিন আগেই ভারতে আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, খুব শিগগিরই উত্তর ভারতের তাপমাত্রা ৫০ ডিগ্রি পেরিয়ে যাবে। ধারণা করা হচ্ছে সেই দিকেই এগোচ্ছে দিলি­। আবহাওয়াবিদরা জানান, সাধারণত মে মাসকে সর্বাধিক গরমের মাস বলে মনে করা হয়। কিন্তু এবার উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে এপ্রিলের গড় তাপমাত্রা ছিলো ৩৫.৯০ ডিগ্রি সেলসিয়াস ও ৩৭.৭৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক গড় তাপমাত্রার চেয়ে ৩.৩৫ ডিগ্রি বেশি। যেখানে দিলি­তে এপ্রিলের গড় বৃষ্টিপাত ১২.২ মিলি, সেখানে এবার বৃষ্টি হয়েছে ০.৩ মিলি। আর মার্চে যেখানে ১৫.৯ মিলি, সেখানে এবার বৃষ্টিই হয়নি। ফলে আবহাওয়া এমন রুদ্ররূপ ধারণ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com