কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে শ্লীলতাহানীর প্রতিবাদ করায় গণমাধ্যমকর্মী তার-স্ত্রী সহ ৩জনকে পিটিয়ে আহত করে। মারাত্মক জখম অবস্থায় গ্রামবাসিরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১৪ মে সন্ধ্যায় উপজেলার রতনপুর ইউনিয়নের সুবর্ণ গাছা গ্রামে ঘটে। এব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা জানাগেছে, উপজেলার দুলাবালা গ্রামের গনমাধ্যমকর্মী সাইফুল ইসলামের স্ত্রীকে প্রায় সময় শ্যামনগর উপজেলার উত্তর হাজীপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে মাদকসেবী আমিনুর ইসলাম (২২)। কুপ্রস্তাব দিয়ে আসছিল এরই জেরধরে মাদকসেবী লম্পট আমিনুরসহ তার সাঙ্গ পাংগরা পুর্ব পরিকল্পিত ভাবে রহিমার শ্লীলতাহানী ঘটানোর চেষ্টা করে। এসময় স্বামী সাইফুল ইসলাম, শালিকা রোকসানা পারভেজ ও দাউদ পারভেজ প্রতিবাদ করায় তাদের উপর অতর্কিত হামলা করে। তারা সংবাদ কর্মী সাইফুলকে হত্যার উদ্যেশে শাবল দিয়ে আঘাত করলে দাউদ পারভেজ ঠেকাতে গেলে তার মাথা ফেঁটে যায়। এসময় রোকসানা ও সাইফুলকে বেধড়ক পিটিয়ে মারাত্বক রক্তাক্ত জখম করা হয়। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় রোকসানা বাদী হয়ে আমিনুর ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। এদিকে সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করায় নিরাপত্তাহীনতায় ভূগছে বাদীসহ তার পরিবার। থানার ওসি মোহাম্মাদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে, গ্রেপ্তারের চেষ্টা চলছে।