কালিগঞ্জ বাুরো: কালিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে মহিলাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ২টি অভিযানে মাজেদা খাতুন ও ইকবাল হোসেন নামে ২মাদক ব্যাবসায়ীকে গতকাল থানা পুলিশ অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাজা সহ তাদেরর আটক করে। জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার পুলিশের একটি দল বিকাল সাড়ে ৫টার অভিযান চালিয়ে কালিগঞ্জ উপজেলার দু’দ লি গ্রামের রাস্তার উপর থেকে মাজেদা খাতুন এবং শিমু রেজা কলেজের সামনের রাস্তা হতে ইকবাল হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় আটককৃত দের নিকট হতে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা দু’দ লি গ্রামের মাদক মশিউর রহমান ওরফে কানা বাবুর স্ত্রী মাজেদা খাতুন( ২৬) এবং শ্যামনগর উপজেলার জাহাজঘাটা গ্রামের আজিবর শেখ এর ছেলে ইকবাল হোসেন শেখ (২৩)। উক্ত ঘটনায় মামলা হয়েছে। কালিগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে বলেন আসামীদের কারাগারে প্রেরণ করা হয়েছে।