স্টাফ রিপোর্টার ঃ জেলা বিএমএর সাবেক সভাপতি, সাতক্ষীরা জেলা ক্লিনিক এ্যান্ড ডায়াগনষ্টিক ও নার্স এসোসিয়েশনের সভাপতি ও প্রবীন চিকিৎসক ডাঃ মোঃ হাবিবুর রহমান আর নেই। তিনি গতকাল ভোর ৪টা ৩০ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন (ইন্নালিলাহী …………রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা আত্মীয় স্বজন সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাযা গতকাল বিকালে জজ কোটে মসজিদ চত্ত¡রে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন ডাঃ আফতাবুজ্জামান জেলা বিএম এর সভাপতি ডা: আজিজুর রহমান, সাধারন সম্পাদক ডা: মনোয়ার হোসেন, ডা: কাজী আরিফ আহমেদ, ডা: শরিফুল ইসলাম, ডা: মনিরুজ্জামান, ডা: আবু সাঈদ শুভ, মরহুমের পুত্র ডা: মুশফিকুর রহমান সহ আত্মীয় স্বজন, শুভাকাঙ্খী মুসলীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগন। জানাযার নামাজে ইমামতি করেন হাসপাতাল মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি সাইফুলাহ। দ্বিতীয় জানাযা মাগরিব নামাজ বাদ মরহুমের গ্রামের বাড়ি তুজুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।