শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০২:৪৫ পূর্বাহ্ন

আশাশুনিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল খেলা উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মে, ২০২২

বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২২ (অনুর্ধ-১৭) এর উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে শেখ রাসেল মিনি স্টেডিয়াম (দরগাহপুর)-এ খেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় খাজরা ইউনিয়ন ফুটবল দল ও বড়দল ইউনিয়ন ফুটবল দল মুখোমুখি হয়। খেলায় বড়দল দল ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে। খেলা উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। এসময় সহকারী কমিশনার (ভ‚মি) শাহীন সুলতানা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক স ম সেলিম রেজা সেলিম, উপজেলা প্রোগ্রামার আক্তার ফারুক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন ও খেলা উপভোগ করেন। খেলা পরিচালনা করেন, ইয়ামিন হোসেন, আছাদুল হক, উত্তম কুমার মন্ডল ও আনিছুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com