বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে বোরো মৌসুমে অভ্যন্তরিণ বোরো সংগ্রহ’২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় আশাশুনি খাদ্য গুদামে সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। লাল ফিতা কাটা এবং মেশিনের সাহার্যে ধান ও চালের মান নির্ণয় করে কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সঞ্জয় কুমার রায়, ওসি এলএসডি উত্তম কুমার ভক্ত, কৃষক প্রতিনিধি রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে আশাশুনি উপজেলায় ১০০৪ মেঃটন ধান ও ১২২ মেঃটন সিদ্ধ চাউল সংগ্রহ করা হবে।