বিশেষ প্রতিনিধি \ কালিগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যবসায়ীরা হলেন, যশোর জেলার শার্শা উপজেলার ছোট মান্দারতলা এলাকার আবুল হোসেন মোড়লের ছেলে জুলফিকার মোড়ল, একই উপজেলার হরিনাপোতা এলাকার নওশের আলীর ছেলে নাজিম উদ্দিন ও আশাশুনি উপজেলার পাইথালি এলাকার দুলাল দেবনাথের ছেলে রুপ কুমার। থানা স‚ত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬মে সোমবার বেলা ১২ টার দিকে থানার সহকারী উপ-পরিদর্শক আবু জাফরের নেতৃত্বে পুলিশ চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর ভাটা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ১ কেজি গাঁজাসহ তিন ব্যবসায়ীকে আটক করা হয়। মঙ্গলবার সকালে আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।