বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন

বাগেরহাটে গৃহবধূ ধর্ষণ মামলায় গ্রাম পুলিশ গ্রেপ্তার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

এফএনএস: বাগেরহাটের ফকিরহাটে গৃহবধূকে ধর্ষণ মামলায় মোস্তফা শেখ (৪০) নামে এক গ্রাম পুলিশকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে ঘনশ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে একইদিন রাতে নির্যাতনের স্বীকার ওই গৃহবধূ গ্রাম পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গ্রেপ্তার মোস্তফা শেখ ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত। তিনি ঘনশ্যামপুর গ্রামের আবু বক্কার শেখের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে ফকিরহাট উপজেলার ঘনশ্যামপুর গ্রামে নিজের পালিত ছাগল খুঁজতে বাড়ির বাইরে বের হন এক গৃহবধূ। একা পেয়ে গ্রাম পুলিশ মোস্তফা তাকে ধর্ষণ করে। এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে গ্রাম পুলিশ মোস্তফা পালিয়ে যায়। ফকিরহাট মডলে থানার ওসি মুহাম্মদ আলিমুজ্জামান বলেন, গৃহবধূর দায়ের করা মামলার একমাত্র আসামি গ্রাম পুলিশ মোস্তফা শেখকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। গতকাল বুধবার সকালে শারীরিক পরীক্ষার জন্য ওই গৃহবধূকে বাগরেহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com