মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

অধিবেশন শুরু ৫ জুন বাজেট পেশ ৯ জুন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

ঢাকা ব্যুরো \ একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন (বাজেট অধিবেশন) আগামী ৫ জুন শুরু হবে। আর ৯ জুন আগামী আসন্ন ২০২২-২৩ অর্থ বছরের বাজেট পেশ হবে। সংসদে বাজেট পাশ হবে ৩০ জুনের মধ্যে। প্রথম দিনের অধিবেশন বিকাল ৫টায় বসবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে এই অধিবেশন আহŸান করেছেন। গতকাল বুধবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ৯ জুন বাজেট পেশের জন্য সংসদ সচিবালয় ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে। করোনা পরিস্থিতির কারণে গত দুটি বছর বাজেট অধিবেশন সংক্ষিপ্ত হলেও এবার কিছুটা স্বাভাবিকভাবে এ অধিবেশনটি চলবে। সংসদের কর্মকর্তা-কর্মচারীদেরও প্রবেশে খুব একটা বিধিনিষেধ থাকবে না। গণমাধ্যম কর্মীদেরও অধিবেশন চলাকালে সংসদে প্রবেশের সুযোগ দেওয়া হবে। তবে, সর্বশেষ ১৭তম অধিবেশনের মত করোনার নমুনা টেস্টের প্রয়োজন পড়বে। গত ৬ এপ্রিল জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com