কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উৎযাপন করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে কলারোয়া উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সরকারি জি কে এম কে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এই শিক্ষা সপ্তাহ উপলক্ষে ইংরেজীতে উপস্থিত বক্তব্য,গান,কিরাত,রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আর এ প্রতিযোগিতায় উপজেলার স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। তবে ইংরেজী উপস্থিত বক্তব্যে উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক কে এম আনিছুর রহমানের মেয়ে শেখ আমানুলাহ কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী ফারিহা রহমান প্রমি। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, কৃষি অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ, শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার, সরকারি জি কে এম কে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব প্রমখ। এছাড়া বিচারক মন্ডলীসহ উপজেলার সকল স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।