দেবহাটা অফিস \ পারুলিয়া ওরিয়েন্ট ক্লাব ফুটবল লীগের জমকালো আসর শুরু হয়েছে। আট দলীয় এই আসর গতকাল আলোকিত আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন আ’লীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দক্ষিন পারুলিয়া ওরিয়েন্ট ক্লাব মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি প্রাক্তন চেয়ারম্যান সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজুল ইসলাম, আ’লীগ সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী মোল্যা, যুবলীগ সভাপতি অসিম ঘোষ, অহিদুল ইসলাম, মিষ্টি ভাষায় উদ্বোধনী অনুষ্ঠানের ধারাভাষ্য দেন সিরাজুল ইসলাম ও সুভাষ ঘোষ।