মধুমাস জ্যৈষ্ঠ চলমান। বাজারে বাজারে নানান ধরনের বাহারী আর স্বাদের ফলের উৎসব চলছে। আমাদের দেশের বাস্তবতায় জ্যৈষ্ঠ মাসে দৃশ্যতঃ আমের অবাধ উপস্থিতি এই আমকে বিশেষ ভাবে সমৃদ্ধ করেছে। আমাদের দেশের আম দেশের সীমানা আর ভৌগলিকতা পেরিয়ে বিশ্ব ব্যবস্থায় নিজেকে যেমন পরিচিতি ঘটিয়েছে অনুরুপ ভাবে বিশ্বের দেশে দেশে লাল সবুজের বাংলাদেশের সম্মান ও মর্যাদাকে অনেক অনেক উচ্চতায় নিয়েছে। আমাদের দেশের মৌসুমী ফল হিসেবেও আমের কদর কম নয়, আন্তর্জাতিক বিশ্বে বৈদেশিক মুদ্রা উপার্জনের মহাক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে। আমের পাশাপাশি বাজারে ব্যাপক ভাবে উপস্থিতি জানান দিচ্ছে সৌন্দর্য্যরে প্রতিক খ্যাত ফল লিচু, অত্যাধিক রসালো আর রসনা বিলাসে লিচুর গুনাগুনের শেষ নেই। তরমুজ গ্রীষ্মের প্রখর তাপদাহ হতে জনজীবনকে রক্ষা করে চলেছে আর এ কারনে তরমুজের চাহিদাও কম নয়। এবারের মৌসুমের প্রথম দিকে তরমুজের মূল্য ছিল অনেক বেশী কিন্তু বর্তমান সময়ে তরমুজ অনেক কম মূল্যে বিক্রি হচ্ছে। আর কয়েক দিন পরে বাজারে দেখা মেলবে আরেক রসালো ফল কাঠাল। সাতক্ষীরার বাস্তবতায় এবার আমের বাম্পার ফলন না হলেও আম উৎপাদন কম নয়। সাতক্ষীরায় বিশেষ করে গ্রামীন অর্থনীতিতে আমের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।