মীর আবুবকর \ সাতক্ষীরায় দুই দিনব্যাপী ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল বিকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের চত্তরে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ জেলা প্রশাসক সার্বিক কাজী আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আব্দুলাহ আল মামুন, সহকারী কমিশনার তানভির আহমেদ, সহকারি প্রধান শিক্ষক মোঃ আব্দুল হামিদ, এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত বক্তৃতায় জুনিয়র গ্র“প ৩ জন। সিনিয়র গ্র“প ৩ জন। অলিম্পিয়াড সিনিয়র ৫ জন জুনিয়র ৫ জন। প্রজেক্ট সিনিয়র ৩টি জুনিয়র ৩টি বিশেষ ৩টি এবং অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়। বিনোদনের জন্য পাপেট পুতুল নাচ দেখানো হয়। সমগ্র সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাঃ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন।