স্টাফ রিপোর্টার ঃ পুরাতন সাতক্ষীরা দক্ষিন পাড়া আহলে হাদীস মসজিদের বেজ ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে মসজিদের সভাপতি মাওলানা মোঃ আব্দুল আলিমের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা আ’লীগ সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মো: নজরুল ইসলাম মসজিদের ঢালাইয়ের কাজের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, মসজিদ আলাহর ঘর। মসজিদ উন্নয়ন কাজে আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে। মসজিদ দান করলে কখনো বৃথা যায় না। মসজিদ দানের ক্ষেত্রে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। নান্দনিক মসজিদ গড়ে তোলার দায়িত্ব আপনার আমার সকলের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা এএসএম ওবায়দুলাহ গযনফর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, আব্দুলাহ আল মামুন, মোঃ আনিছুর রহমান, মো: সিরাজুল ইসলাম, মো: মুজিবর রহমান, মো: আবুল বাসার, মোঃ রবিউল ইসলাম, এড. আব্দুর রাজ্জাক, মোঃ আব্দুল কাদের, হারুন-অর-রশিদ, জীবন প্রমুখ।