এড. তপন কুমার দাস \ গতকাল অপরাহ্ণে জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সাতক্ষীরার জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজীর সভাপতিত্বে জেলা লিগ্যাল এইড কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নবাগত জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজীকে জেলা লিগ্যাল এইড কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী সভাপতির বক্তব্যে বলেছেন, লিগ্যাল এইড অফিস শুধু গরিবদের জন্য নয়, সকলের জন্য। আর্থিক অসঙ্গতির কারণে সুবিধাবঞ্চিত মানুষের জন্য জেলা লিগ্যাল এইড কমিটি কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে লিগ্যাল এইডের সেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে হবে, সে লক্ষ্যে জেলা লিগ্যাল এইড কমিটি কাজ করে যাচ্ছে। অসহায়, হতদরিদ্র, আর্থিক অসচ্ছল ব্যক্তিরা যাতে অর্থের অভাবে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয় সেজন্য ২০০০ সালে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার লিগ্যাল এইড আইন প্রণয়ন করেন। তিনি আরো বলেন, যে যেখানে আছেন সেখান থেকে লিগ্যাল এইডের কার্যক্রমকে সহায়তা করতে হবে, যেন সরকারের লিগ্যাল এইডের উদ্দেশ্য সফল হয় এবং লিগ্যাল এইডের কার্যক্রমকে সহায়তা করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ এমজি আজম, সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবীর, সিভিল সার্জন ডাক্তার মোঃ সাফায়েত হোসাইন, যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ ফারুক ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, পিপি এড. মোঃ আব্দুল লতিফ, জিপি এড. শম্ভুনাথ সিংহ, অতিরিক্ত পিপি ও পর্যবেক্ষক এড. তপন কুমার দাস, প্যানেল আইনজীবী ও পর্যবেক্ষক মোঃ খায়রুল বদিউজ্জামান, এনজিও প্রতিনিধি প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ মোঃ মনিরুল ইসলাম।