বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বড়দল থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সাতক্ষীরার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের নিকট থেকে ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) জানান, বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হাওলাদার মোঃ সিরাজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় বড়দল গ্রামের বারিক মালির ছেলে আইয়ূব আলি মালি (৪৩) কে ২৫০ গ্রাম গাঁজাসহ ও তার শ্বশুর একই গ্রামের আমজাদ আলী বিশ্বাসের ছেলে নুরুজ্জামান বিশ্বাস (৬৫) কে ১০০ গাঁজাসহ তাদের বাড়ি থেকে হাতেনাতে আটক করেন। পরে এই সংক্রান্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক দুইটি মামলা নং ১৯-২০(০৫)২২ রুজু করে আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।