বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে সাবেক সভাপতি প্রদীপ চক্রবর্তীকে পুনরায় সভাপতি মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিউদ্দিন মোড়ল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২৪/০৪/২২ এডহক কমিটি অনুমোদনের আবেদনের প্রেক্ষিতে আশাশুনি উপজেলা খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে ৩০/০৩/২০২২ তাং বিআ-৬/৪৯৫৫/৩৭.১১.৪০৪১.৫০১.০১.৬.২০.৯১৭১ স্মারক নাম্বারের অনুমতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধান মালা, ২০০৯ এর প্রবিধি ৩৯ অনুসারে এডহক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেয়া হয়। এদিকে, প্রদীপ চক্রবর্তী চতুর্থ বারের মতো খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় ধন্যবাদ জানিয়েছেন ছাত্র-ছাত্রী অভিভাবক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী।