কালিগঞ্জ ব্যাুরো : কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ঘুশুড়ী ১৬ প্রহরব্যাপি আঞ্চলিক হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হচ্ছে। আত্মসুদ্ধি বিশ্ব শান্তি মানব কল্যাণ ও দেশ জাতীর মঙ্গলর্থে গ্রামবাসীর আয়োজনে ঘুশুড়ী কালি মন্দির চত্ত¡রে গত বুধবার শুভু অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় ১৭ তম বার্ষিকী ১৬ প্রহরব্যাপি হরিনাম সংকীর্তন । অনুষ্ঠান সুচির মধ্যে রয়েছেন ১৯ ও ২০ মে বৃহস্পতি ও শুক্রবার ষোল প্রহর ব্যাপি অখন্ড হরিনাম সংকীর্তন। ২১ মে শনিবার নামসমার্পন অন্তে কুঞ্জভঙ্গ, নগর কীর্ত্তন, মহোৎসব ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হবে। উক্ত অনুষ্ঠানে নামামৃত পরিবেশনা করবেন আদি রামকৃষ্ণ সম্প্রদায়, বাগেরহাট। জয় গৌর সম্প্রদায় খুলনা। বিজয় লক্ষি সম্প্রদায় কুমিলা। জয় পদ্মাবতী সম্প্রদায় খুলনা। স্বর্গসুধা সম্প্রদায় । এবং ভক্ত জয়দেব সম্প্রদায় সাতক্ষীরা।