কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান। ২০১৭ সালে বিদ্যালয়ে যোগদানের পর মেধা,যোগ্যতা, দক্ষতা ও মননশীলতার ভিত্তিতে বিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বলসহ উপজেলা জুড়ে আলোচনায় এসেছেন। বিদ্যালয়ের ভগ্ন ও জরাজীর্ণ ভবনের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সৃজনশীল ও মানসম্মত শিক্ষার পরিবেশ সৃষ্ঠির মাধ্যমে সকলের প্রশংসা কুড়িয়েছেন। যোগদানের পর অবকাঠামো উন্নয়নে ইতিমধ্যে বিদ্যালয়ের (চার তলা ভবন যাহা নির্মাণাধীন), শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন, শিক্ষার্থীদের জন্য সুপেয় খারার পানির ব্যবস্থাসহ উপজেলার মধ্যে সর্ব প্রথম ডিজিটাল হাজিরা চালুর ব্যবস্থা করেছেন। এর আগে ২০১৬ সালে উপজেলার মধ্যে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ পদে দায়ত্ব পালন করছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন। ২০১৯ সালে বিজ্ঞান বিষয়ে আন্তর্জাতিক ভাবে নিউজিল্যান্ডে প্রশিক্ষণ গ্রহণ করেন। শ্রেষ্ঠ শিক্ষক গাজী মিজানুর রহমান উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের রতেœশ্বরপুর গ্রামের মৃত জিএম, নূর আলী গাজী ও মৃত ছায়রা খানমের ছেলে।