কুশোডাঙ্গা (কলারোয়া) প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গায় শুরু হয়েছে ইরি ধান কাটা-মাড়াইয়ের কাজ। বর্তমানে কৃষকরা মাড়াইয়ের পাশাপাশি ধানের খড় শুকাতে ব্যস্ত সময় পার করছেন। আর এসব খড় শুকাতে দেওয়া হচ্ছে রাস্তার ওপর। এতে করে খড়ের উপর দিয়ে আতঙ্কে চলাচল করছেন পথচারীসহ ছোট-বড় যানবাহন। ফলে সৃষ্টি হচ্ছে দুর্ঘটনার আশঙ্কা। বৃহস্পতিবার (১৯ মে) কুশোডাঙ্গা ইউনিয়নের মেহমাপুর,রায়টা,কুশোডাঙ্গা,ধানঘুরা এলাকায় গিয়ে দেখা যায়, ছোট-বড় পাকা সড়কে কৃষকরা তাদের খড় শুকাচ্ছেন। এসব খড়ের উপর দিয়ে ভয়ে এবং আতঙ্কে চলাচল করছে বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের ছোট বড় যানবহন। সড়কের বিভিন্ন স্থানে দেখা যায় খড়ের উপরে চলতে গিয়ে পিছলে পড়ছে ছোট যানবাহন। ঝিগরগাছার বাকড়া থেকে আসা একজন ইজিবাইক চালক বলেন, ‘প্রতিদিন এই রাস্তায় আমাদের গাড়ি নিয়ে যেতে হয়। গাড়ি ভর্তি যাত্রী থাকেন। আমন আর ইরি ধানের সময় হলেই এই রাস্তায় খড় শুকানোর হিড়িক পড়ে। এমনিতে ছোট রাস্তা তার উপর কৃষকরা খড় শুকাতে দেওয়ায় গাড়ি নিয়ে চলতে খুব অসুবিধা হয়।’ স্থানীয় এক মোটরসাইকেল চালক বলেন, ‘সড়কের প্রায় স্থানে খড় দিয়ে ভর্তি। রাস্তাগুলো খানাখন্দে ভরা। খড়ের জন্য কিছুই বুঝা যাচ্ছে না। মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় কয়েকবার স্লিপ কেটেছি।’ কয়েক জন যাত্রী ও পথচারী বলেন, ‘কুশোডাঙ্গা ইউনিয়নের রাস্তা তো এমনিই ছোট, রাস্তায় আবার কৃষকরা খড় শুকাচ্ছে। প্রতি বছর খড়ের কারণে ছোট-বড় দুর্ঘটনা ঘটে থাকে। এবারও রাস্তায় খড় শুকানো শুরু হয়েছে। আমরা আশা করছি প্রশাসন বিষয়টি দেখবে।’