ভুরুলিয়া প্রতিনিধি \ সুস্থ দেহ সুন্দর মন এই স্লোগান নিয়ে আজ ভুরুলিয়া ইউনিয়ন আন্ত প্রাইমারি স্কুল ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়। উক্ত ক্রীড়া প্রতিযোগিতা ইউনিয়নের ১৩টি প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন। সকাল আটটা থেকে শুরু হয় বিকাল পাঁচটা পর্যন্ত খেলা পরিচালনা করা হয়। ভুরুলিয়া ইউনিয়নের ১৩টি স্কুলের প্রধান শিক্ষকসহ সহকারি শিক্ষকগণ এই অনুষ্ঠানে পরিচালনা করেন। দুইনাম্বার নাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুলাহ আল মামুনের সঞ্চালনায় উক্ত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এক নম্বর ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাফরুল আলম বাবু। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ আজকের এই ছাত্ররা আগামী দিন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান নেতৃত্বে থাকবে যে কারণে এখন তারা শরীরচর্চার মাধ্যমে নিজেকে সুস্থ রেখে সুন্দর ভাবে পড়াশোনা করে পরিবার এবং সমাজের মর্যাদা বৃদ্ধি করবে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুলিযা নাগবাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন ভুরুলিয়া ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিগণ। অনুষ্ঠানটি দিনশেষে বিভিন্ন খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করেন ২নং নাগবাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুলাহ আল মামুন।