কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ভাইপোর হাতে চাচা হত্যা মামলায় এজাহারভুক্ত তিন জন ও পারিবারিক কলহের জেল ধরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার একমাত্র এজাহারনামীয় আসামি স্বামী শফিকুলকে এক সপ্তাহ পেরিয়ে গেলেও গ্রেপ্তার করতে পারেনি। মামলা ও ঘটনার বিবরণে জানা যায়, জমির সীমানায় শৌচাগারের চেম্বার বানানোকে কেন্দ্র করে গত ১৬ মে সোমবার বিকেলে হাবিবুলাহ গাজী তার চাচা সাইফুল ইসলামকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এসময় গ্রামবাসিরা হাবিবুলাহকে আটকে রেখে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় নিহতের স্ত্রী বিলকিস বেগম বাদি হয়ে মঙ্গলবার গ্রেপ্তারকৃত হাবিবুলাহ, তার বাবা, মাসহ চারজনকে আসামি করে থানায় মামলা দায়ের করে। হাবিবুলাহ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও অপর আসামিদের এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। অপর দিকে উপজেলা পরিষদের নিকটবর্তী চরদাহ গ্রাম ছবিলার রহমানের ভাড়া বাসা থেকে গত ১৫ মে রবিবার রাত সাড়ে ১১টার দিকে রোজিনা খাতুনের মৃতদেহ উদ্ধারের একদিন পর মঙ্গলবার নিহতের ভাই আবু হাসান বাদি হয়ে তার ভগ্নিপতি শফিকুলের নাম উলেখ করে থানায় হত্যা মামলা দায়ের করে। এ ঘটনার ৭দিন পেরিয়ে গেলেও আসামী আটক করতে পারেনি। রোজিনা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, শফিকুল একমাত্র আসামি হলেও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সাইফুল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুর রহিম বলেন, আসামীরা পলাতক থাকায় গ্রেপ্তার করা যাচ্ছেনা। তবে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে