দেবহাটা অফিস \ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ দেবহাটা উপজেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হলেন সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম। এ সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী কর্মজীবন শুরু করেন সাতক্ষীরা দিবা নৈশ কলেজের প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে। হাজী কেয়াম উদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদানের পর হতে নারী শিক্ষার এই প্রতিষ্ঠানটির শিক্ষার মান উন্নয়নে, অনবদ্য ভূমিকা রেখে চলেছেন। দেবহাটার কৃতিসন্তান শিক্ষাবীদ মো: আবুল কালাম শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হওয়ায় কলেজটির শিক্ষক, শিক্ষার্থী সহ উপজেলার শিক্ষক সমাজ বিশেষ ভাবে খুশি। পারুলিয়ার খেজুরবাড়ীয়া গ্রামের ব্যবসায়ী পিতা জেহের আলী ও রতœা গর্ভা মাতা সুফিয়া খাতুনের পুত্র অধ্যক্ষ মো: আবুল কালাম দুই পুত্র সন্তানের জনক।