কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেল উপজেলা পরিষদ মাঠে বেলুন উড়িয়ে গোল্ডকাপ টুর্ণামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম, জগলুল হায়দার। ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, সহকারী কমিশনার (ভূমি) রুকনুজ্জামান বাপ্পি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডা ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, শেখ ইকবাল আলম বাবু সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ এবং ক্রীড়ামোদী মাঠ ভর্তি দর্শক। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন গোল্ডকাপ টুর্নামেন্টের আহ্বায়ক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ।