এফএনএস বিদেশ: ইউক্রেন সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়া কৃষ্ণ সাগরে তাদের অবস্থান আরো শক্তিশালী করছে। এর এজন্য দেশটি অ্যাডমিরাল মাকারভ নামে নতুন একটি যুদ্ধ জাহাজকে ফ্লাগশিপ হিসেবে নিয়োগ দিয়েছে। বর্তমানে জাহাজটি ক্রিমিয়ার বন্দর নগরী সেবাস্টপোটল থেকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ওডেসার উদ্দেশ্যে রওনা হয়েছে। গতকাল সোমবার ইউক্রেন বাহিনীকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যম আল-জাজিরা একথা জানায়। এর আগে অধিকৃত ক্রিমিয়ার গোয়েন্দা সংস্থার একটি সূত্রকে উদ্ধৃত করে রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানায়, কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌ বহরের ফ্লাগশিপ হতে যাচ্ছে অ্যাডমিরাল মাকারভ। এটি মস্কোভা যুদ্ধ জাহাজের স্থলাভিষিক্ত হবে। গত মাসের মাঝামাঝি ইউক্রেনের সেনাবাহিনীর হামলায় কৃষ্ণ সাগরে ডুবে যায় মস্কোভা। ইউক্রেনের সেনাবাহিনী জানায়, অ্যাডমিরাল মাকারভ কৃষ্ণ সাগর প্রবেশ করায় ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি অনেক গুণ বেড়ে গেছে। সূত্র: আল-জাজিরা