শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন

আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মে, ২০২২

বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সঞ্চালনায় সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশ, আলহাজ্ব আবু দাউদ, শেখ মিরাজ আলি, মাওঃ আবু বক্কর সিদ্দিক, দিপংকর কুমার সরদার দিপ, প্রভাষক দিপংকর বাছাড় দিপু, মহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আকতার হোসেন, পিআইও সোহাগ খান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পলাশ দত্ত, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম মোড়ল প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় উপজেলা বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি, বিভিন্ন সমস্যা ও সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com