কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি\ আদালতে যাওয়ার পথে দু’টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাবেয়া খাতুন (৩৮) নামের এক গৃহবধুর করুন মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে কালিগঞ্জ সরকারি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া খাতুন উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আব্দুস সামাদ গাইনের স্ত্রী। সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী সহকারী জাকির হোসেন জানান, রাবেয়া খাতুন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে ধার্য দিনে হাজিরা দেওয়ার জন্য সকালে বাড়ি থেকে ভাড়ায় চালিত মোটর সাইকেলে সাতক্ষীরার উদ্দেশ্যে বের হন। কালিগঞ্জ সরকারি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতি আসা একটি মোটর সাইকেল উক্ত মোটর সাইকেলে ধাক্কা মারে। এসময় রাবেয়া খাতুন মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে মারাত্বক জখম হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতব্যরত চিকিসক সাতক্ষীরায় রেফার্ড করলে সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনাগ্রাহী রেখে গছেন। গৃহবধুর রাবেয়া খাতুনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে। বাদ আসর মরহুমার নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন মাওলানা কামরুল ইসলাম।