কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি নবাগত উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসকে কলেজর পক্ষ থেকে সংর্বধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুর ২ টায় কলেজ অডিটোরিয়ামে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ আব্দুল বারিকের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর , উপজেলা পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ, কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্টাতা সদস্য আলহাজ্ব ইউনুস আলী,পরিচালনা পর্যদ সদস্য ডাঃ আশিকুর রহমান প্রমুখ। কলেজের প্রভাষক ডাঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় আরও উপস্হিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন প্রয়াত ডাঃ আনিছুর রহমানের ছেলে ডাঃ সাংবাদিক শফিকুর রহমান, ডাঃ এস এম জাহাঙ্গীর সহ কলেজের প্রভাষকবৃন্দ, চিকিৎসক, কর্মকর্তা- কর্মচারি ও শিক্ষার্থীবৃন্দ।