কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া উপজেলার কামারালী বহুমুখি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ কামারালী গ্রামের কৃতি সন্তান আব্দুল ওহাব হাজার মানুষের অশ্র“ শিক্তে স্কুলের পাশে বকুল তলায় শাহিত হলেন। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে কামারালী হাইস্কুল মাঠে জানাষা নামাজ শেষে স্কুলের পাশে মরহুমের ক্রয়কৃত জমির মধ্যে বকুল তলায় তাকে কবরস্থ করা হয়। এর আগে জানাযা পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু,কামারালী স্কুলের প্রাক্তন ছাত্র তালা সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু বকর ছিদ্দিক, যশোর সরকারী এমএম কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর আব্দুর রহমান, কলারোয়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুলাহ আমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, কামারালী দাখির মাদরাসার সুপার মাওঃ ওসমান গনি, মরহুমের বড় জামাতা, বড় ছেলে বকুল, মেঝো ছেলে বাবু প্রমুখ। জানাযা নামাজ পরিচালনা করেন মরহুমের ভাইপো কামারালী পূর্ব পাড়া জামে মসজিদের সাবেক ইমাম সহিদুল ইসলাম।