মাসুম প্রতাপনগর (আশাশুনি) থেকে \ মহান আলাহ রাব্বুল আলামীন বলেন আপনি মানুষের মধ্যে হজ্জের আহ্বান করুন, তাঁরা পৃথিবীর দূর-দুরান্ত থেকে পদব্রজে অথবা আহরোহণে আপনার নিকট আসবে। রাসুলুলাহ সালালাহু আলাইহি ওয়া সালাম বলেছেন যে ব্যক্তি একমাত্র আলাহর সন্তুষ্টি বিধানের জন্য হজ্জ করে, আর কোনোরূপ অশ্লীলতা ও গোনাহে লিপ্ত না হয়, সে হজ্জ শেষে সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে আসে। একটি কবুল হজ্জের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। দক্ষিণ বঙ্গের আলোর দিশারী আলেম কুলের শিরোমণি হাজারো আলেমের উস্তাদ, উস্তাদুল মোকাররম প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আলামা বুরহান উদ্দিন সাহেব স্বরণে প্রতিষ্ঠিত মাওলানা বুরহান উদ্দিন ইসলামীক ফাউন্ডেশন। উক্ত ফাউন্ডেশনের উদ্যোগে আল-ক্বাছওয়ায় ট্রাভেলস অল-হজ্জ অল-ওমরাহ-র সার্বিক সহযোগিতায় গতকাল বেলা দশটায় প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসার মসজিদে এ হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আল-ক্বাছওয়ায় ট্রাভেলস অল-হজ্জ অল-ওমরাহ-র পরিচালক আলহাজ্ব মাওঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে হজ্জ গমন কারীদের উদ্দেশ্যে প্রশিক্ষণ পুর্ণ কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কলিমা খালি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ সোমবার হোসেন,আলহাজ্ব মাওঃ কামরুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক, আল-ক্বাছওয়ায় ট্রাভেলস অল-হজ্জ অল-ওমরাহ- র প্রধান সমন্বয়কারী চেয়ারম্যান মোহতারাম বিলাহ র সার্বিক ম্যানেজমেন্টে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন গাজী, এ্যাডঃ আছাদুজ্জামান, অন্ধ হাফেজ শহিদুলাহ, আল-ক্বাছওয়ায় ট্রাভেলস অল-হজ্জ অল-ওমরাহ পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য জি এম সাআদ, আল-ক্বাছওয়ায় ট্রাভেলস অল-হজ্জ অল-ওমরাহ প্রতিষ্ঠাতা সন্তান বোরহান উদ্দিন ত্বোহা, অনুষ্ঠান উপস্থাপনা করেন মাওঃ আল আমিন, হজ্জ গমন কারীছাড়াও এলাকার বিভিন্ন আলেমেদ্বীন উপস্থিত ছিলেন।