এস এম জাকির হোসেনঃ বাংলাদেশ বেতারে জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার হিসাবে অডিশন পাশ করে তালিকাভুক্ত হতে পেরেছে সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার খুব্দীপুর গ্রামের সর্বজন শ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আব্দুল মালেকের সুযোগ্য পুত্র বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার শিক্ষক মোঃ ইসমাইল হোসেন মিলন। সাতক্ষীরা জেলার ইতিহাসে এই প্রথম কেউ বাংলাদেশ বেতারে জাতীয় ক্রিড়া ধারাভাষ্যকার হিসেবে যুক্ত হতে পেরেছে। গত ২০, ২১, ২২ মে ২০২২ তারিখে বাংলাদেশ বেতার ঢাকাতে তিন দিন ব্যাপী অডিশনে জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে ৩৫০ জন প্রার্থী অংশগ্রহন করে। তার মধ্যে ১৫ জন পরীক্ষায় উত্তীর্ন হয়। এই ১৫ জনের মধ্যে তিনি সাতক্ষীরা জেলায় সর্বপ্রথম জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার হিসাবে নির্বাচিত হন। উক্ত অডিশন বোর্ডে কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী জাফরউলাহ শারাফাত, আলফাজউদ্দীন আহম্মেদ, সাঈদুর রহমান সহ বেতার এর কর্মকর্তাবৃন্দ। বাংলাদেশ বেতারে জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় শিক্ষক মোঃ ইসমাইল হোসেন মিলনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জেলার ক্রীড়াপ্রেমী সর্বস্তরের জনগণ ও সুধীমহল।