কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় এক বাড়ীতে বৈদ্যুতিক সর্টসার্কিটের আগুনে পুড়ে ঘর বাড়ীসহ দুই জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহ:স্পতিবার রাত ১০ টার সময় পৌরভবন সংলগ্ন তুলশিডাঙ্গা গ্রামে। এ সময় আগুন নিভাতে যেয়ে শিশুসহ দুই জন আহত হয়েছেন। তাদেরকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সরেজমিনে যেয়ে দেখা যায়, ওই দিন রাতে পৌরসভার সামনে ভাজা বিক্রেতা আসাদুল ইসলাম বাবুর বাড়ীতে হটাৎ আগুন দেখতে পাওয়া যায়। আকষ্মিক আগুনে বাবুর বসত ঘরের বিভিন্ন মালামাল এবং ঘর পুড়ে ভষ্মিভুত হয়ে যায়। আগুনে আসাদুল ইসলাম বাবু ও শিশু পুত্র তোহা(১০) সামান্য আহত হয়। তাদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক ভাবে হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে কলারোয়া ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে এসে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুনে পুড়ে কাচা ঘর বাড়ীর ব্যাপক ক্ষতি গ্রস্থ হয়েছে এবং ঘরটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।