কালিগঞ্জ (সদর) প্রতিনিধিঃ কালিগঞ্জে ভারতীয় ৩৫ বোতল ফেন্সিডিলসহ হাফিজুল ইসলাম(২৫) নামে ১ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত হাফিজুল ইসলাম উপজেলার আড়ংগাছা গ্রামের মহব্বত আলীর ছেলে। থানা সূত্রে জানা যায়, মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রতনপুর ইউনিয়নের মোলেংগা গ্রামের নুর ইসলামের মুদি দোকানের সামনের রাস্তা হতে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) আমিনুর রহমান, থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা ব্যাগ হতে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এঘটনায় গতকাল থানায় একটি মাদক মামলা হয়েছে। আটককৃত কে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।