স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর উপজেলা ফিংড়ী ইউনিয়নের কুলতীয়া জামে মসজিদে ৫০ হাজার টাকার অনুদান পত্র প্রদান করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু। বৃহস্পতিবার দুপুরে মসজিদ কমিটির সভাপতি আব্দুল খালেক ও ক্যাশিয়ার লিয়াকত আলী লিকু। এ অনুদান পত্র তুলে দিলেন সৈয়দ আমিনুর রহমান বাবু। এসময় তিনি বলেন, ইসলাম আমাদের মানবতার শিক্ষাই দিয়েছে, প্রধানমন্ত্রী প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ করে যাচ্ছে। আমার এলাকার সকল ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।