শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নূরনগরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামী প্রতিযোগিতা ও সংস্কৃতি অনুষ্ঠান শ্যামনগরে পানি সংরক্ষনের জন্য ড্রাম বিতরণ শ্যামনগরে সুপেয় পানির আরও প্লান্ট উদ্বোধন করলেন ইউএনও রনী খাতুন জলাভূমির অস্তিত্ব বিপন্ন হতে দেওয়া যাবে না কর্মশালায় অতিরিক্ত সচিব মোঃ আক্তারুজ্জামান শিবপুর ও কুশখালীর জলাবদ্ধতা এলাকা পরিদর্শনে সদর ইউএনও আশাশুনিতে তথ্য অধিকার বুথ ক্যাম্প অনুষ্ঠিত আশাশুনিতে শাক—সবজী বীজ বিতরণ ও চাষী প্রশিক্ষন কয়রায় শিশুদের আনন্দদানে ও মেধা বিকাশে শিশু মেলা নতুন নির্বাচনী সামগ্রীতে এয়োদশ সংসদ নির্বাচন ## প্রয়োজনের অতিরিক্ত মালামাল কেনায় নিরুৎসাহিত এবং ব্যয় সংকোচনের পরামর্শ কমিশনের ## তিন লাখ ভোট কক্ষের জন্য ৭০ ধরণের সামগ্রী, সময় লাগবে ৬—৭ মাস ## দ্বাদশ সংসদের বেশির ভাগ মালামাল ব্যবহারে অনুপযোগী জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক অনুদান প্রদান আজ

ডুমুরিয়ায় শালিসী সিদ্ধান্ত অমান্য করে টিনের ঘর তৈরির অভিযোগ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৯ মে, ২০২২

চুকনগর প্রতিনিধি \ ডুমুরিয়ায় দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শালিসী সিদ্ধান্ত অমান্য করে এক ব্যক্তির ক্রয়কৃত জমিতে রাতের আঁধারে টিনের ঘর তৈরি করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় জমির প্রকৃত মালিক প্রভাবশালীদের বারবার হয়রানীর স্বীকার হয়ে অসহায় হয়ে পড়েছে। বর্তমানে তিনি চরম হতাশার মধ্যে দিনাতিপাত করছে। জানা যায়, ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামের মোঃ কাফি খানের পুত্র খান আছাবুর রহমান ২৩/০২/২২ইং তারিখে ১৭৪৭/২২নং দলিল মূলে আরাজি ডুমুরিয়ার মৃত সুরেন্দ্রনাথ চক্রবর্তীর পুত্র মধুসুধন চক্রবর্তী ও ভগীরথ চক্রবর্তীর কাছ থেকে আরাজি মৌজায় যার জেএল নং-৩৯, এসএ খতিয়ান নং-২২১,পৃথক খতিয়ানে ২২১/১, এসএ দাগ নং-২৩৬ এর বিলান জমি ০.০৩ একর জমির মধ্যে ০.০১৫০ একর জমি এবং ১৪/০২/২২ইং তারিখে ১৩৬৭/২২নং দলিল মুলে খুলনার রুপসা থানার মৃত অলক চক্রবর্তীর পুত্র উদ্দাভ চক্রবর্তীর নিকট হতে একই দাগ খতিয়ানে ০.০০৩০একর জমি ক্রয় করে মোট ০.০১৮০একর জমি ভোগদখল করে আসছে। আছাবুরের জমির সাথে আরাজি ডুমুরিয়া গ্রামের মৃত মতলেব শেখের পুত্র মোঃ জাহিদুল ইসলাম শেখ ও মৃত আব্দুল হামিদ খানের মেয়ে শাহানা আলিমা মুক্তার ক্রয়কৃত জমির কোন যোগসাজস নেই। বিবাদীরা অন্য মালিকের কাছ থেকে ভিন্ন দাগে জমি ক্রয় করেছে। তারপরও বিবাদী জোরপূর্বক তার ক্রয়কৃত ভোগদখলীয় সম্পত্তি দখলের নানা ধরণের পায়তারা করছে। নিরুপায় আছাবুর রহমান কোন ঝগড়া বিবাদে না গিয়ে একটি শান্তিপূর্ণ সুষ্টু সমাধানের জন্য গত ১৭জানুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ইউএনও অভিযোগটি আমলে নিয়ে উভয় পক্ষকে ট্রেজ ম্যাপ করে জমা দেয়ার নির্দেশ দেয়। আছাবুর ইউএনও এর নির্দেশ মোতাবেক গত ৬ এপ্রিল স্থানীয় সার্ভেয়ার দ্বারা ট্রেজ ম্যাপ করে জমা দেয়। কিন্তু বিষয়টি নিয়ে সুষ্টু সমাধানের আগেই বিবাদীরা উক্ত নালিশী জমিতে গত ৯ এপ্রিল জোরপূর্বক গাছ লাগিয়ে জবর দখলের চেষ্টা করে। এরপর আসাবুর রহমান তার ক্রয়কৃত জমিতে গত ১৭ মে একটি টিনের ঘর তৈরি করে। কিন্তু বিবাদীরা গত ১৮ মে তান্ডবলীলা চালিয়ে সেটা গুড়িয়ে দেয়। এরপর উভয় পক্ষ গত ২১ মে সাবেক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ এমপির কাছে যায়। সাংসদ তখন বিষয়টি আমলে নিয়ে স্থানীয় আ’লীগ নেতা খান হাফিজুর রহমান ও ডুমুরিয়া মহাবিদ্যালয়ের প্রভাষক নুরুল ইসলাম খানকে উভয় পক্ষের কাগজপত্র দেখে একটি সুষ্টু সমাধানের নির্দেশ দেন। এসময় নেতৃবৃন্দ উভয় পক্ষকে একটি সুষ্টু সমাধান না হওয়া পর্যন্ত স্থিতিশীলতা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু নেতৃবৃন্দের সকল নির্দেশনা অমান্য করে গত ২৭ মে গভীর রাতে উক্ত জমিতে জাহিদুল ইসলামরা টিনের ঘর নির্মান করে। এব্যাপারে জাহিদুর রহমান বলেন, তাদের জমিতে তিনি ঘর করেছেন। আছাবুর রহমান বলেন, কোন কারণ ছাড়াই মুক্তা একজন স্কুল শিক্ষক ও জাহিদুল ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তা হয়ে সম্পূর্ণ অন্যায়ভাবে আমার ক্রয়কৃত সম্পত্তি জবর দখলের চেষ্টা করাসহ একের পর মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করছে। সকল সিদ্ধান্তকে অমান্য করে গায়ের জোরে তার ক্রয়কৃত জবর দখলের নানা পায়তারা করছে। এমনকি তারা স্থানীয় সংসদ সদস্যের নির্দেশও অমান্য করে জমির উপর রাতের আঁধারে ঘর তৈরি করেছে। আওয়ামীলীগ নেতা হাফিজুর রহমান খান বলেন, এমপি স্যারের নির্দেশ মোতাবেক ২/১দিনের মধ্যে আমরা উভয় পক্ষের কাগজপত্র দেখার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু শনিবার (২৭মে) সকালে জানতে পারলাম জাহিদুল ইসলাম আমাদের সাথে কোন পরামর্শ ছাড়াই অন্যায়ভাবে সেখানে ঘর তৈরি করেছে। বিষয়টি আমরা সাথে সাথে এমপি মহোদয়কে জানিয়েছি। এরপর তিনি যে সিন্ধান্ত দিবেন সেই মোতাবেক আমরা কাজ করবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com