স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় ১ মটর ভ্যান চালক নিহত হয়েছে। মর্মান্তিক দুর্ঘটনাটি গতকাল ভোর রাতে শহরের কদমতলা বাজার এলাকায় ঘটে। নিহত শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার বাসিন্দা ডিপজল হোসেন। স্থানীয় সূত্রে জানাগেছে, ভোর রাতে মটর ভ্যান চালক দিক থেকে বের হচ্ছিল। এসময় শহর থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-চ-০২-০৩৯৯ নং পিকআপ টি কদম তলা বাজার এলাকায় পৌছালে হঠা নিয়ন্ত্রন হারিয়ে ভ্যান ধাক্কা লেগে পিকআপ দোকানের মধ্যে চলে যায়। এসময় ভ্যান চালক গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হস্তান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সদর থানার ওসি মোহাম্মদ গোলাম কবির এ তথ্য নিশ্চিত করেছেন।